| 
                                         
										
                                        আমি আমার সেবা লিঃ হইতে নিম্মোক্ত শর্তগুলো জানিয়া, বুঝিয়া এবং সম্মত হইয়া সেবক/সেবিকা/পিসিএ নিয়োগে ইচ্ছুক। 
                                        ১. সেবা গ্রহণ করতে না চাইলে এক সপ্তাহের আগে কর্তৃপক্ষকে জানাতে হবে। না জানিয়ে সেবা বন্ধ করলে এক সপ্তাহের বিল পরিশোধ করতে হবে। 
                                        ২. সেবা গ্রহণকারী ব্যক্তি সেবার বিনিময়ে অর্থ আমার সেবা লিঃ এর কর্তৃক স্বীকৃত ব্যক্তিকে নগদ/চেকের মাধ্যমে অথবা  কোম্পানীর নির্দিষ্ট ব্যাংক একাউন্টে যথাযথ প্রদান করতে হবে। কোনক্রমেই সেবক/সেবিকা/পিসিএ-এর নিকট প্রদান করা যাবে না। 
                                        ৩. সেবক/সেবিকা/পিসিএ- এর সাথে কোন প্রকার খারাপ ব্যবহার অথবা মারধর করা যাবে না। 
                                        ৪. তাদের সাথে বাসার কাজের লোকদের মত ব্যবহার করা যাবে না। তাদেরকে সবসময় মেডিক্যাল পারসন হিসেবে গণ্য করবেন। যেমনটি আপনি হাসপাতালে গণ্য করেন। 
                                        ৫. রোগীর সেবায় প্রয়োজনীয় কাজ ছাড়া অন্য কোন কাজ করানো যাবে না। 
                                        ৬. আমার সেবা লিঃ- এর নির্ধারিত সময়সীমার অতিরিক্ত কাজ করানো যাবে না। 
                                        ৭. সেবক/সেবিকা/পিসিএ-দেরকে কোন প্রকার যৌন হয়রানী করা যাবে না। 
                                        ৮. সেবক/সেবিকা/পিসিএ-দের কোন প্রকার বেয়াদবী বা কাজের প্রতি অবহেলা পাইলে বা দেখলে আমার সেবা লিঃ-এর কর্তৃপক্ষকে জানাতে হবে, আমার সেবা লিঃ-এর পক্ষ থেকে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে। 
                                        ৯. আমার সেবা লিঃ কর্তৃক নিয়োগকৃত স্টাফদের দ্বারা কোন প্রকার ক্ষতি সাধন হলে তা প্রমাণ হওয়া সাপেক্ষে কর্তৃপক্ষ উক্ত ক্ষতির দায়ভাগ বহন করবে। 
                                        ১০. সেবক/সেবিকা/পিসিএ যথাযথ ভাবে কাজ করে কিনা, কাজের গুণগত মান এবং কাজের প্রতি অবহেলা পেলে তাহা যথাসময়ে আমার সেবা লিঃ এর কর্তৃপক্ষকে জানাতে হবে এবং আমার সেবা লিঃ কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করবে। 
                                        ১১. আমার সেবা লিঃ কর্তৃক নিয়োগকৃত স্টাফদের কোন প্রকার প্রলোভন দেখিয়ে ব্যক্তিগতভাবে নিয়োগ দেওয়া যাবে না। 
                                        ১২.আমার সেবা লিঃ কর্তৃক নিয়োগকৃত স্টাফদের বেতন সাপ্তাহিক/মাসিক পরিশোধ করতে হবে। 
                                        ১৩. আমার সেবা লিঃ কর্তৃক সেবা চলাকারীন সময়ে সেবা গ্রহণকারী অসুস্থ হয়ে পড়লে অভিভাবকগণ নিজ দায়িত্বে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। 
                                        ১৪. অবশ্যই মনে রাখতে হবে যে, আমার সেবা লিঃ কর্তৃক কোন প্রকার চিকিৎসা বা চিকিৎসাপত্র প্রদান করা হয় না। কেবলমাত্র, অসুস্থ এবং বাচ্চাদের সেবা প্রদান করে। 
                                        উক্ত নিয়মের পরিপন্থী কোন কাজ করিয়ে এই চুক্তির মাধ্যমে আমার সেবা লিঃ কর্তৃপক্ষ যেকোন প্রকার আইনানুগ ব্যবস্থাগ্রহণ করলে আমি/আমরা তা মানিয়া নিতে বাধ্য থাকিবো। 
                                        উপরোক্ত সকল নিয়মাবলি পড়ে/বুঝে স্বজ্ঞানে, স্ব-ইচ্ছায় আমার সেবা লিঃ থেকে সেবক/সেবিকা/পিসিএ নিয়োগের জন্য এই চুক্তিপত্রে স্বাক্ষর করলাম। 
                                        কর্তৃপক্ষের স্বাক্ষর ও তারিখ অভিভাবকদের স্বাক্ষর ও তারিখ 
                                        সেবক/সেবিকা/পিসিএ-দের কার্যাবলী 
                                        আমি আমার সেবা লিঃ-এর একজন সেবক/সেবিকা/পিসিএ হিসেবে নিম্নলিখিত  রুটিন কার্যাবলীগুলো করতে বাধ্য থাকব। 
                                        ১. সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকব। 
                                        ২. ব্লাড প্রেসার, পালস, জ্বর, গ্লুকোজ, শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক পরিমাপ করব। 
                                        ৩. ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সমযে, পরিমান মত, নির্ভূল ঔষধ সেবন করা। (মুখে/ইনজেকসন/এনজি টিউব/পায়খানার রাস্তার মাধ্যমে)। 
                                        ৪. ঘুম থেকে তুলে মুখমন্ডল সুন্দর করে পরিস্কার করব এবং অবশ্যই চোখের যতœ নিব। 
                                        ৫. সঠিক সময়ে গোসল করাব। হাত, পা এবং পিঠের যত্ন নিব। 
                                        ৬. সময়মতো হাত ও পায়ের নখ কাট। 
                                        ৭. রোগী যেভাবে থাকতে স্বাচ্ছন্দবোধ করতে তাকে সেভাবেই বসিয়ে বা শুইয়ে রাখব। 
                                        ৮. চলা ফেরায় সাহায্য করব এবং অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকব। 
                                        ৯. সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াব। মুখে খাবার খেতে না পারলে এনজি টিউব বা যেকোন উপায়ে বার বার খাওয়ানোর চেষ্টা করব। 
                                        ১০. রোগীর শরীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থাকলে অবশ্যই সবসময় নজর রাখব, প্রয়োজনে ২/৩ ঘন্টার পরপর পাশ পরিবর্তন করব এবং অবস্থা বুঝে ড্রেসিং করব। 
                                        ১১. রোগীকে টয়লেটে সাহায্য করব। 
                                        ১২. পায়খানা প্রস্রাব ঠিকমত হয় কিনা তা লক্ষ্য রাখব। 
                                        ১৩. এনটি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন নিব। 
                                        ১৪. প্রত্যেক দিন ২/৩ বার হাটাব এবং রোগীর চাহিদানুযায়ী শরী, হাত, পা, ম্যাসাজ বা ব্যায়াম করাব। 
                                        ১৫. রোগীকে পত্রিকা, গল্পের বই ইত্যাদি পড়ে শোনাব এবং রোগীর সাথে সুন্দর করে কথা/গল্প করব। 
                                        ১৬. রোগীর ব্যবহৃত কাপড়, বিছানাপত্র গুছিয়ে রাখব। 
                                        ১৭. প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম অবশ্যই যত্ন সহকারে পরিস্কার পরিচ্ছন্ন রাখব। 
                                        ১৮. রোগীর অভিভাবকদের সাথে সম্মানজনক ব্যবহার করব। তাদের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান করব। 
                                        ১৯. রোগীর সকল প্রকার কাজ করার সময় হাতে গ্লাভস ব্যবহার করব। 
                                        বিঃদ্রঃ নার্সিং কাঠামোগত শিক্ষা অনুযায়ী সার্বিকভাবে সর্বপ্রকার সেবা প্রদান করব। 
										 
                                     |